কলকাতা: তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মোকাবিলায় বামেদের সঙ্গে নিয়ে বুথ স্তরে পৌঁছনোর কৌশল নিল প্রদেশ কংগ্রেস। এন আর সি, রাষ্ট্রীয় সংস্থা বিলগ্নিকরন সহ একাধিক ইস্যুতে আগামী 12 সেপ্টেম্বর কলকাতায় সমাবেশ করবে কংগ্রেস। 12 তারিখের পর বাম নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তারা। শুক্রবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন মানুষের দৈনন্দিন সমস্যা গুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামায় উদ্দেশ্য তাদের।
গত বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম ও কংগ্রেস জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের নেমেছিল। যার সাফল্য ঘরে তুলতে পেরেছিল বিধান ভবন। কিন্তু গত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট ভেস্তে যাওয়ায় দু’পক্ষকেই তার খেসারত দিতে হয়। গত লোকসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিয়ে আবারও বাম- কংগ্রেস কাছাকাছি আসতে শুরু করেছে।