খড়গপুর আইআইটির ছাত্রাবাসের খাবারে টিকটিকি! আতঙ্কে পড়ুয়ারা


শুক্রবার,০৬/০৯/২০১৯
920

পশ্চিম মেদিনীপুর:- খাবারে টিকটিকি। এবার খাবারে টিকটিকি নিয়ে আতঙ্ক ছড়াল দেশের সর্ববৃহৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে। ঘটনাটি ঘটেছে খরগপুর আইআইটি আজাদ এন্ড রেস্টুরেন্ট নামক ছাত্রাবাসে।

খড়গপুর আইআইটির ছাত্রাবাসের খাবারে টিকটিকি থাকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ছাত্রাবাসের মধ্যে।বৃহস্পতিবার দুপুরে খাবার খেতে বসে তরকারির মধ্যে একটা বড় মাপের টিকটিকি দেখতে পায় ছাত্রাবাসের একজন পড়ুয়া। তৎক্ষণাৎ খবর ছড়িয়ে পড়ে ছাত্রাবাসের মধ্যে।কিন্তু তার আগেই একদল পড়ুয়া খাবার খেয়ে নিয়েছিল বলেই সূত্রের খবর।যে সমস্ত পড়ুয়া খাবার খেয়ে নিয়েছিল তাদের ক্যাম্পাসের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানা গেছে।খাবার পরিবেশনের সময়ও এত বড় মাপের টিকটিকি কিভাবে মেস কর্মীদের নজর এড়িয়ে গেল।তা নিয়ে উঠছে প্রশ্ন।কিভাবে এই ঘটনা ঘটলো? তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।পুরো ঘটনাটা এক ছাত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তারপর থেকে শোরগোল পড়ে যায় এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট