পশ্চিম মেদিনীপুর :- শুক্রবার সাত সকালেই এক বিজেপি নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার ঢ্যাঙাদহ গ্রামে। মৃতের নাম খোকন মান্ডি (৩৭)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গড়বেতা ব্লকের অন্তর্গত আমকোপা গ্রাম পঞ্চায়েতের ঢ্যাঙাদহ গ্রামে গতকাল রাত্রিতে নিজের বাড়ির ফাঁকা উঠানেই ঘুমাচ্ছিলেন খোকন। সকালে তার পরিবারের লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় দের খবর দেয়। ততক্ষণে খোকন মারা যায়৷ মৃত খোকনের মাথায় ভারী মুগুর বা ওই জাতীয় কিছু অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে বলেই অনুমান করছেন স্থানীয়দের। খবর পেয়েই ঘটনাস্থলে যায় গোয়ালতোড় থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করা হলেও খুনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি নেতার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোয়ালতোড়ে
শুক্রবার,০৬/০৯/২০১৯
596