কানাডার ম্যাকমাস্টার বিশ্ব বিদ্যালয়য়ের গবেষকদলের নেতৃত্বে সম্প্রতি এক গবেষণা করে জানা গিয়েছে, পৃথিবীর ধনী দেশগুলিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃ্ত্যু সংখ্যা বাড়ছে। গবেষণা জার্নাল ল্যানসেটে এই তথ্য উঠে এসেছে ।এই গবেষণা করা হয়েছে পৃথিবীর ২১টি দেশের প্রায় ২ লাখ মানুষের জীবনযাত্রার ওপর । পৃথিবীব্যাপী মধ্যবয়স্কদের জন্য সবচেয়ে বড় হুমকি হৃদরোগ এবং স্ট্রোক। কিন্তু, ধনী দেশের একই বয়সের ব্যক্তিদের ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি আড়াই গুণ বেশি হৃদরোগের চাইতে, ম্যাকমাস্টার গবেষকরা জানিয়েছেন। ২০০৫ থেকে ২০১৬ সাল নাগাদ দরিদ্র এবং ধনী দেশের ১ লক্ষ ৬০ হাজার রোগীর ওপর এটা পরিচালনা করা হয়। এসব রোগীর মধ্যে গবেষণার মেয়াদেই মারা যান ১১ হাজার জন।
দরিদ্র দেশের রোগীদের ক্ষেত্রে এই মৃত্যুহার ছিল উচ্চ আয়ের দেশগুলির চাইতে চারগুণ বেশি। স্বল্প এবং মধ্য আয়ের দেশের রোগীরা ধনী দেশের তুলনায় ফুসফুসের এবং হৃদ সমস্যাজনিত রোগে ৪০ শতাংশ বেশি মারা গেছেন। এক-তৃতীয়াংশ কম ছিল উন্নত দেশে এই হার । গবেষকদের ব্যাখ্যা, উন্নত স্বাস্থ্যসেবার কারণেই উচ্চ আয়ের দেশের হৃদযন্ত্রের সমস্যায় মৃত্যুহার কম।