মুম্বই: দুদিন ধরে প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই। আর এই পরিস্থিতিতে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা। জানাগিয়েছে এখনও পর্যন্ত ৩০টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। এবং দেরিতে চলেছে ১১৮টি। আর ইন্ডিগোর তরফে জানানো হয়েছে কর্মীর অভাবের জন্য বুধবার রাতে পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে ফের স্বাভাবিক পরিষেবা শুরু হয়েছে। তাদের কথায়, ‘পরিষেবা স্বাভাবিক করতে কয়েকটি উড়ান বাতিল করতে হয়। যাত্রীদের অনুরোধ করছি, বিমানবন্দরে যাওয়ার আগে স্টেটাসটা একবার দেখে নেবেন।
যে যাত্রীদের উড়ান বাতিল হয়েছে, তাঁদের অন্য উড়ানে সফর করার ব্যবস্থা করা হবে। সেই সাথে সাথে রেল ও সড়ক পথেও বিপর্যাস্ত হয়ে পড়েছে। রেলওয়ে ট্র্যাকে জল জমে যাওয়ায় ট্রেন দেরিতে চলছে। রাস্তায় গাড়ির গতিও শ্লথ। জল ঢুকে গিয়েছে বহু বাড়ির ভেতর। জলমগ্ন রাস্তায় সমস্যায় পড়তে হচ্ছে মানুষজনকে।