শেষমেষ বোঝাগেল বনগাঁ পুরসভা তৃণমূলেরই, পালটা মামলা বিজেপি


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
815

শেষমেষ বোঝাগেল বনগাঁ পুরসভা তৃণমূলেরই, পালটা মামলা বিজেপির। সুপ্রির্ম কোটের নির্দেশ মতো ১৫ দিনের মাথায় আজ অর্থাৎ বৃহস্পতিবার বারাসতে জেলাশাসকের দফতরে জেলাশাসক চৈতালি চক্রবর্তী-র উপস্থিতিতে সম্পন্য হল আস্থাভোট। যাতে ফলাফল আসে বনগাঁ পুরসভায় ২২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৪টি আসন নিয়ে নিল। আরএদিন সকালে এই ভোটাভুটিকে কেন্দ্রকরে বারসতে জেলাশাসকের দফতরের সামনে কড়া পুলিশি ব্যবস্থা জারি করাহয়েছিল। কোনও রকম আপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েম ছিল ২০০ জনের বিশাল পুলিশ বাহিনী।

মোতায়েম করা হয়েছিল র‌্যাফ। এছাড়া কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ছবি ক্যামেরা বন্দি করতে বেশ কয়েকজন ভডিয়ো গ্রাফারকেও এদিন নিয়োগ করা হয়েছিল জেলাশাসকের তরফে। তা শর্তেও বনগাঁ পুরসভায় এমন ফল বিজেপি সমার্থকরা মানতে নারাজ। তাঁদের দাবি, হাই কোর্টের নির্দেশ মেনে ১৫ দিনের মাথায় ভোট হয়েছে ঠিক। কিন্তু নির্দেশ মত আগে আনা অনাস্থার ওপর ভোট হয়নি। তাই তাঁরা ফের একবার আস্থাভোটকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট