বলিউড অভিনেতা ঋষি কাপুর জন্মদিন উদযাপন করলেন নিউইয়র্কে


বৃহস্পতিবার,০৫/০৯/২০১৯
844

বলিউড অভিনেতা ঋষি কাপুর গতকাল নিউইয়র্কে তাঁর জন্মদিন উদযাপন করেছেন। আসলে তিনি গত বছর থেকেই নিউইয়র্কে ছিলেন এবং সেখানেই তিনি তাঁর ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, সেখানে যখন তিনি একটি রেস্তোঁরায় তাঁর জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন, তবে সেখানে বিশেষ কিছু তাঁর পছন্দ হয়নি। সে কারণেই তিনি টুইটারের মাধ্যমে সেই রেস্তোঁরায় যাওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। এখন সকলেই জানেন, ঋষি কাপুর প্রতিদিন টুইটারে কিছু না কিছু শেয়ার করেন। গতকাল, ঋষি নিউ ইয়র্কে স্ত্রী নিতু কুপারের সাথে ডিনার খেতে গিয়েছিলেন।

রাতের খাবারের পরে তিনি তার ট্যুইটারে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি ছিল সেই রেস্তোঁরাটিরই। তিনি টুইটারে লিখেছেন, তাঁর জন্মদিনে নীতু কাপুরের সাথে বুলডস ফ্ল্যাগশিপ রেস্তোঁরায় রাতের খাবার খেয়েছেন। এই জায়গা এবং লোকেরা অত্যধিক ব্যয়বহুল এবং অহঙ্কারী। আমি কাউকে এখানে যাওয়ার পরামর্শ দেব না। ঋষি কাপুরকে রেস্তোঁরাটির পরিবেশ বা সেখানকার খাবার ও কর্মীরা পছন্দ করেননি।তিনি স্পষ্টতই তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং লোকদের বলেছেন যে এখানে কেউ যেন না আসে। এখন যাই হোক না কেন, তিনি সত্যিই এই রেস্তোঁরায় আসতে পছন্দ করবেন না। এখন তিনি ভারতে আসছেন। সমস্ত ভক্তরা অধীর আগ্রহে তাঁর অপেক্ষায় রয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট