বেহাল বৌবাজারের পাশে রয়েছেন মমতা, মেট্রো-কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি চাইছে এলাকাবাসী


মঙ্গলবার,০৩/০৯/২০১৯
720

বেহাল বৌবাজারের পাশে রয়েছেন মমতা, মেট্রো-কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি চাইছে এলাকাবাসী। বৌবাজার সংলগ্ন ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভেঙে পড়ছে অনেক বাড়ী। এমনকি বহু বাড়ীতে ফাটল ধরেছে। তাই এদিন দুর্গা পিতুরি লেন, গৌর দে ও সেকরাপাড়া লেনের বাসিন্দাররা
বিক্ষোভ করলেন। আর এদিন অর্থাৎ সোমবার বিকেলে এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গতদের অভিযোগ, শনিবার রাতে বিপর্যয়ের পরে দু’দিন কেটে গিয়েছে। তাঁর মধ্যে মেয়র, বিধায়ক, মুখ্যমন্ত্রী এসেছেন। কিন্তু মেট্রোর কোনও কর্তা আসেননি। অথচ মেট্রোর জন্যই কয়েক ঘণ্টার মধ্যে আশ্রয়হীন হতে হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আজ, মঙ্গলবার বেলা ৩ টেয় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন তিনি। এবং আরও বলেন বিপর্যয় নিয়ে কোনও রাজনীতি নয়। সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। জানাগিয়েছে এদিন মেট্রো-কর্তৃপক্ষ একটি চিঠিতে বললেন যে-সব বাড়ির ক্ষতি হয়েছে, সেগুলো সারিয়ে দেওয়া হবে। ভেঙে পড়া বাড়িগুলি তৈরি করে দেওয়া হবে। বাসিন্দাদের অভিযোগ, মূল চিঠির ফোটোকপি দেওয়া হয়েছে তাঁদের। তাতে লেখা নেই, কত দিনের মধ্যে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তাই মেট্রো-কর্তৃপক্ষর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চেয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরোধ করেন তাঁরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট