Xiaomi-এর তরফ থেকে বড়সড় চমক, এবার চারটি স্মাটফোনে আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ভারতীয় বাজারে Xiaomi কয়েক দিন আগে ৪৮ মেগাপিক্সেলের ফোন নিয়ে এসেছিল। তার পর ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে Redmi Note 8 Pro বাজারে নিয়ে আসতে চলেছে Xiaomi। আর এই ফোন লঞ্চে আগেই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে কাজ করছে Xiaomi। এমনকি জানাগিয়েছে যে মোট চারটি নয়া মডেলে এই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসছে Xiaomi। আর এই অধিক মেগাপিক্সেল ক্যামেরার সুত্রপাত Nokia-র সেই 808 মডেল। তার পর থেকে বিভিন্ন সংস্থার মধ্যে এই বিষয় নিয়ে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। XDA-এর তরফ থেকে জানাগিয়েছে Xiaomi এই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা বানাচ্ছেন Samsung-এর ISOCELL Bright HMX Sensor কে মাথায় রেখে।
Xiaomi-এর তরফ থেকে বড়সড় চমক, স্মাটফোনে আনছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
মঙ্গলবার,০৩/০৯/২০১৯
650