জগদ্দলের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। এমনই মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। জগদ্দলের ঘটনা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সুব্রতবাবু এই মন্তব্য করেন।
এদিকে নারদাকাণ্ডে জাল গোটাচ্ছে সিবিআই। সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পর এবার নিজাম প্যালেসে হাজিরা দিতে এলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সিবিআই তলবে হাজিরা দিতে এসেছেন প্রাক্তন আইপিএস এসএমএইচ মির্জাও। নারদ কাণ্ডে মোট ৪ জনকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, সাংসদ অপরূপা পোদ্দার সহ প্রাক্তন আইপিএস এসএমএইচ মির্জাকে তলব করা হয়। এরমধ্যে সুব্রত মুখোপাধ্যায়, মির্জা উপস্থিত হলেও, আজ আসতে পারবেন না বলে জানিয়েছেন অপরূপা পোদ্দার।