ভারতীয় বাজারে এবার Samsung M series-এর অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্য নয়া ফোন Galaxy M30s


শনিবার,৩১/০৮/২০১৯
1447

ভারতীয় বাজারে এবার Samsung M series-এর অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্য নয়া ফোন Galaxy M30s। Samsung মাত্র কয়েক দিন হয়েছে Galaxy A10s লঞ্চ করেছে। আর তাঁর মাঝেই সংস্থা এবার আরও একটি নতুন ফোন ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই Samsung Galaxy M30s ফোনের কিছু স্পেসিফিকেশন। এই ফোনের মধ্যে রয়েছে কিছুটা অত্যাধুনিক ভাঁজ।

এতে থাকছে অক্টা কোর Exynos 9 সিরিজের প্রসেসর, ৬.৪ ইঞ্চির ফুল এইচডি AMOLED ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে, ৬০০০ mAh ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ছাড়াও থাকছে ৮ ও ৫ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এছাড়া এই স্মাটফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। একটি তে থাকছে ৪জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ এবং অন্যটিতে ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ। আর এই ফোনের দাম ২০ হাজারের মধ্যে থাকতে পারে বলে জানাগিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট