অসমে প্রকাশিত হল NRC-এর চূড়ান্ত তালিকা, বাদ পড়লেন ১৯ লক্ষ। আসামের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা এদিন অর্থাৎ শনিবার সকাল ১০টায় প্রকাশ হল। এনআরসি দফতর তরফ থেকে জানানো হয়েছে যে এই নতুন তালিকায় ৩ কোটি ১১ লক্ষ মানুষ অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে বাদ পড়েছে ১৯ লক্ষ মানুষের নাম। কিন্তু গত বছরের ৩০ জুলাই এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৪০ লক্ষ নাম। এ দিন নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশকে ঘিরে সরগরম দেশের গোটা রাজ্যের রাজনীতি। তবে এই নাগরিকপঞ্জীকাকে ঘিরে কোনওরকম অশান্তি না হয়, সেইজন্য অসমজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সময় যত গড়িয়ে যায় তত অসমজুড়ে নামছে উদ্বেগের ছায়া। আর একটা প্রশ্নই বার বার জাগতে থাকে, চূড়ান্ত তালিকায় নাম থাকবে তো? প্রশাসন সূত্রে খবর যে, নাগরিকরা তাদের নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা তা দেখার জন্য http://www.nrcassam.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আর যাঁদের অনলাইন ব্যবস্থা নেই তাঁরা এনআরসি সেবা কেন্দ্র অথবা সার্কেল অফিসারের অফিস কিংবা ডেপুটি অফিসারের অফিসে গিয়ে দেখতে পারবেন।
অসমে প্রকাশিত হল NRC-এর চূড়ান্ত তালিকা, বাদ পড়লেন ১৯ লক্ষ
শনিবার,৩১/০৮/২০১৯
664