ঝা়ডগ্রাম জেলা থেকে ২০১৯ সালের শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন দুই সর্বজনগ্রাহ্য প্রধান শিক্ষক, খুশি শিক্ষামহল


শনিবার,৩১/০৮/২০১৯
847

ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা থেকে এবারে রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দুই সর্বজনগ্রাহ্য প্রধান শিক্ষক। আর তাতেই খুশি শিক্ষামহল।
বিনপুর-১ ব্লকের দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মৃন্ময় হোতা এবং গোপীবল্লভপুর-১ ব্লকের আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তরুণকুমার চক্রবর্তী এবারে মনোনীত হয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্যের শিক্ষাদপ্তরের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে।

তবে এবার এই দুই প্রধান শিক্ষক পুরস্কার পাওয়ায় খুশি শিক্ষামহল। শিক্ষারত্ন পুরস্কার নিয়ে এর আগে বহু জলঘোলা হয়েছে। প্রাপ্কদের মান ও যোগ্যতা নিয়ে প্রশ্নও উঠেছিল। কিন্তু এবার দুই যোগ্য শিক্ষক সম্মান পাচ্ছেন, এমনই বলছেন জেলার শিক্ষক-শিক্ষিকারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট