গুজরাতের কচ্ছের রান উপকূলে ঢুকতে পারে পাক কম্যান্ডো-জঙ্গিরা


শুক্রবার,৩০/০৮/২০১৯
488

গুজরাতের কচ্ছের রান উপকূলে ঢুকতে পারে পাক কম্যান্ডো-জঙ্গিরা, সর্বোচ্চ সতর্কতা জারি সব বন্দরে। ভারতীয় সেনারা জানতে পারে যে পাকিস্থান সীমান্তে কম্যান্ডো মোতায়েন করেছে। আর সেনা গোয়েন্দা সুত্রে খবর যে, গুজরাতের বন্দর দিয়ে ঢুকে পড়তে পারে প্রশিক্ষিত পাক কম্যান্ডো বা জঙ্গিরা। তাই গুজরাতের বন্দরগুলিতে কেন্দ্র জারি করলো হাই অ্যালার্ট। জানাগিয়েছে কম্যান্ডো সেজে জইশ জঙ্গিদেরও এদেশে ঢোকানোর পরিকল্পনা নিচ্ছে পাকিস্থান। সেজন্য সতর্কতা জারি করে উপকূল রক্ষী বাহিনী সীমান্তরক্ষী বাহিনী-সহ নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সে সাথে সাথে কাণ্ডলা, মুন্দ্রা-সহ সব বন্দরেই জাহাজগুলির উপর কড়া নজরদারি রাখা হয়েছে। যে কোনও ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করলেই পুলিশ বা উপকূলরক্ষী বাহিনীকে জানাতে বলা হয়েছে। জানাগিয়েছে স্যার ক্রিক বা নদীবহুল এলাকা দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করতে পারে পাক জঙ্গিরা। আর এরা জলের নীচে হামলা চালানোতে প্রশিক্ষণপ্রাপ্ত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট