স্কুলের ছাত্রছাত্রীরা সাইকেল করে স্কুলে গেলেও মাথায় হেলমেট ?


শুক্রবার,৩০/০৮/২০১৯
1182

হাওড়া: “স্কুলের ছাত্রছাত্রীরা সাইকেল করে স্কুলে গেলেও মাথায় হেলমেট পরতে হবে।দেশের অন্যান্য রাজ্যে এই নিয়ম আছে।পশ্চিমবঙ্গেও যাতে এই বিধি মানা হয় তারজন্য আমরা সওয়াল করবো।” শুক্রবার সকালে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কথাই বললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা।তিনি এদিন নিজে সাইকেলে চেপে হেলমেট পরে স্কুল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন।তিনি বলেন, সকলকে রাস্তায় চলার সময় সচেতন হতে হবে।সেভ ড্রাইভ সেভ লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের কর্মসূচি।যেটা দারুণ সাফল্য পেয়েছে।আমরা এই সচেতনতা ভবিষ্যতে যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার চেষ্টা করবো ।

এই কর্মসূচিতে হাওড়া পুলিশ কমিশনার গৌরব শর্মা ও হাওড়া সিটি পুলিশের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।গৌরব বাবু বলেন, রোড সেফটির জন্য আমারা এই কর্মসূচি নিয়েছি।আগামী দিনে আরও বেশি সক্রিয়ভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব সাধারণ মানুষের কাছে এটাই আমাদের লক্ষ্য।
প্রসঙ্গত ২৬ আগসট থেকে ৩০ আগসট পর্যন্ত হাওড়া সিটি পুলিশ সাধারণ পথচলতি মানুষের সুরক্ষার জন্য ” সেভ ড্রাইভ সেভ লাইভ” কর্মসূচি পালন করছে।শুক্রবার সকালে এই উপলক্ষে হাওড়া ট্রাফিক হেড কোয়ার্টার থেকে বেলুড় পর্যন্ত ১০ কিলোমিটার পথ সাইকেল মিছিল হয়।সেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও হাওড়া সিটি পুলিশের বিভিন্ন আধিকারিকরা মাথায় হেলমেট পরে সাইকেলে চেপে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট