আসছে Realme-এর Q সিরিজের নয়া ফোন


বৃহস্পতিবার,২৯/০৮/২০১৯
1041

এবার বাজারে আসছে Realme-এর Q সিরিজের নয়া ফোন। সংস্থার তরফ থেকে জানাগিয়েছে যে, 5 সেপ্টেম্বর Q সিরিজের ফোনটি চালু করবে Realme । যার এটি পিছনে একটি কোয়াড ক্যামেরা থাকার কথা বলা হয়েছে। তবে এই মুহুর্তে, এই ফোন সম্পর্কিত বাকী সমস্ত বিবরণ এখনও জড়িয়ে রয়েছে।
তবে এই Realme-এর Q সিরিজের আগে Realme XT ফোন খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করবে।

একই হ্যান্ডসেটটি সেপ্টেম্বরে চীনে চালু হওয়ার ব্যাপক ধারণা করা হচ্ছে। আর এই Realme XT হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস হয়েছে জানাগিয়েছে যে এই ফোনের ভিতরে থাকছে ওয়াটার ড্রপ নচ 6.4-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। 64-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, 20W VOOC 3.0 দ্রুত চার্জিং সহ 4,000 এমএএইচ ব্যাটারি। এছাড়া Realme এই XT মডেলের ফোনটি তিনটি ভেরিয়েন্টে প্রকাশ করতে পারে যেমন একটিতে 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ। 6GB র‌্যাম + 64 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট