ভারতীয় বায়ুসেনাদের কাছে এবার আসছে স্পাইস ২০০০ বোমা। যা কংক্রিট বাড়ি গুঁড়িয়ে দিতে সক্ষম। এই বোমা বায়ুসেনারা আগামী সেপ্টেম্বরই হাতে পেতে চলেছে। আর তাঁর জন্য ভারত ইজরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সুত্রের খবরে জানাগিয়েছে যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফরে এসে এই অস্ত্র ভারতের কাছে পৌঁছবে। বায়ুসেনা খবর সূত্রে জানা গিয়েছে, বায়ুসেনারা বালাকোটে জইশ-ই-মহম্মদের গোপন ঘাঁটি ধ্বংস করতে এই বোমাগুলি ব্যবহার করবে। সেগুলি হল বিএলইউ ১০৯, এপিডব্লিউ, আরএপি ২০০০ ওয়ারহেড এবং স্পাইস ২০০০। যা কংক্রিটের বাড়ি সম্পূর্ণ ধ্বংস না করে ছাদ ফুঁড়ে ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা। তবে স্পাইস ২০০০ বোমার সঙ্গে রয়েছে অ্যাড অন কিট হিসেবে এমকে ৮৪। তাঁর জন্য এই বোমা ৬০ কিমি পর্যন্ত দূরের নিশানা ভেদ করতে পারে।
ভারতীয় বায়ুসেনাদের কাছে এবার আসছে স্পাইস ২০০০ বোমা
বৃহস্পতিবার,২৯/০৮/২০১৯
607