অবশেষে ভারতীয় বাজারে এসে পৌঁছল Revolt RV 400


বৃহস্পতিবার,২৯/০৮/২০১৯
862

অবশেষে ভারতীয় বাজারে Revolt RV 400 এসে পৌঁছল। Revolt RV 400-এর লঞ্চের তারিখ এই পর্যন্ত দু’বার স্থানান্তরিত হওয়ার পর অবশেষে ভারতে Revolt RV 400 চালু করেছে সংস্থা। এই Revolt RV 400 বৈদ্যুতিন বাইকের বুকিং জুলাই 25 এ শুরু হয়েছিল। আর আগ্রহী গ্রাহকরা অ্যামাজন, বাইকডেকো বা রেভল্টের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টোকেনের জন্য 1000 টাকার বিনিময়ে বাইকটি বুক করতে পারবেন।

এই বৈদ্যুতিন বাইক Revolt RV 400-এর একগুচ্ছ বৈশিষ্ট্য রয়েছে। তাঁর মধ্যে কয়েকটি হল এই বৈদ্যুতিন বাইকটিতে রয়েছে একটি এলইডি হেডল্যাম্প, একটি সম্পূর্ণ ডিজিটাল উপকরণ ক্লাস্টার এবং ৪ জি সংযোগ যুক্ত।এছাড়া বাইকটির রং এর দিক থেকে রয়েছে লাল ও কালো। এই Revolt RV 400 স্টপিং পাওয়ারটি ডিস্ক ব্রেক থেকে স্ট্যান্ডার্ড হিসাবে উভয় প্রান্তের সাথে যুক্ত ব্রেকিং সিস্টেম। সেপ্টেম্বর থেকেই দিল্লি-এনসিআর এবং পুনেতে বিক্রয় শুরু হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট