আত্মঘাতী 40 জন কৃষক পরিবার কে নিয়ে সিপিএম প্রদেশিক কৃষক সভা রানী রাসমনিতে আগামী 31 আগষ্ট বিরাট সমাবেশ করতে চলেছে।এই জনসভায় প্রধান উপদেষ্টা থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব হান্নান মোল্লা সিপিএম।সেই সঙ্গে রাজ্যে নেতৃত্ব।
রাজ্যে পালের কাছে আমরা আবেদন করবো।খতি পূরন হিসাবে কৃষক দের 10 লখ্যে টাকা খতিপূরনের দেওয়া হোক।
দাবি আমাদের মূলত 200 দিনের কাজে 375 টাকা মজুরি ,খেত মুজুর দের বন্যায় জন্য খতি পূরণ দাবি করছি।এছাড়াও খেত মজুর দের পেনশন দিতে হবে।বিশেষ করে যে সব কৃষক দের বয়স 50 থেকে 70 বছরে হয়েছে তাদের কে 6000 টাকা পেনশন দাবি করছি।
রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু শোনেন না।অনেক বার বলেছি আন্দোলন করছি টনক নড়ে নি।কৃষক আত্মহত্যা বেড়েই চলেছে।দাবি মানার কোন সৎ ইচ্ছে নেই।দিনের পর দিন কৃষক দের কি পরিস্থিতি।বাংলার মানুষ জানে কয়েক দিন আগে পেয়াজের দাম কি হারে বেড়েছে। 31 আগষ্ট পর থেকে রাজ্যের কৃষক রা আন্দোলনে বেশি সামিল হবেন।
2011 সালের পর থেকে রাজ্যে কি পরিস্থিতি সেটা নতুন নয়।বিজেপি সরকার কৃষক দের উপর অন্যায় করছে তার অবকাশ নেই।