জেটলির শেষকৃত্যে বাবুল সুপ্রিয়-সহ ১১ জনের মোবাইল চুরি হয়েছে বলে অভিযোগ। দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি গত শনিবার প্রয়াত হয়েছেন। আর গত রবিবারই ছিল তাঁর শেষকৃত্যে। তাই প্রাক্তন অর্থমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছিলেন বহু সাধারন মানুষ ও বিভিন্ন স্তরের নেতামন্ত্রীরা। আর এই শোকমণ্ডপে চোর তাঁর সুযোগকে হাত ছাড়া করেনি। চোর এই শ্মশানঘাটেই সুযোগ বুঝে নিয়ে নিল ১১ জনের ফোন। তাতে রক্ষা পাননি বাবুল সুপ্রিয়ও। মোবাইল খোয়ানোর তালিকায় রয়েছেন পতঞ্জলির মুখপাত্র এস কে তিজরাওয়ালাও এছাড়াও আরও অনেকে।
আর এই ঘটনার কথা সোমবার তিজরাওযালা টুইটারে লিখেছেন যে, আমরা যখন জেটলিকে শ্রদ্ধা জানাতে ব্যস্ত ছিলাম এবং যে ফোনে এই অনুষ্ঠানের ছবি তুলছিলাম সেটি পড়ে চোরেরখপ্পড়ে। তবে দুঃখের বিষয় হল আজ কাল লোকজন শ্মশানঘাটকেও ছাড়ছে না। ভিড়ের সুযোগ নিয়ে চুরি করছে। তিজরাওয়ালা টুইটারে তাঁর চুরি যাওয়া ফোনের লোকেশানও শেয়ার করেছেন।