উত্তর ২৪ পরগনা: ফের বনগাঁ পুরসভা মামলার রায় হাই কোর্টের , ১২ দিনের মধ্যে আস্থা ভোটের নির্দেশ। বনগাঁ পুরসভা নিয়ে দেড় মাস ধরে চলছে টালবাহানা। আর এদি অর্থ্যাৎ সোমবার হাই কোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিলেন আগামী ১২ দিনের মধ্যে বনগাঁ পুরসভার আস্থাভোট করাতে হবে। কিন্তু জানা গিয়েছে যে, গত ১৬ জুলাই অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিল হাই কোর্ট। আর এবার হাই কোর্টের নতুন নির্দেশ, আগামী ১২ দিনের মধ্যে জেলাশাসকের দফতরে ভোট করাতে হবে।
প্রসঙ্গত, বিজেপি কাউন্সিলরদের অভিযোগ ১৬ জুলাই বনগাঁ পুরসভা ভোটের সময় ভোটকক্ষে ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। আর তৃণমূল তাঁদের সংখ্যাগরিষ্ঠতার পরিচয় দিয়ে জয়ী বলে দাবি করে। কিন্তু বিজেপি কাউন্সিলারা ভোটের এমন ফলের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়ছিল। তার জেরে হাইকোর্ট এদিন ফের নতুন করে ভোট করার নির্দেশ দিল।