এবার Note 8-এ 48MP ক্যামেরা আনছে Redmi দাম 10 হাজারের মধ্যে। ভারতীয় বাজারে Redmi Note 8 আসার আগে চিনা সংস্থার তরফ থেকে জানাগেল Redmi Note 8-এর ফ্যাসালিটি সর্ম্পকে। আর এই Xiaomi-র নয়া স্মার্টফোনের মধ্যে থাকছে 4500 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সঙ্গে থাকছে 665 স্ন্যাপড্র্যাগন প্রসেসর। এছাড়া ১৮W এর টাইপ সি এর ফাস্ট চার্জিং। খবর পাওয়া গেছে ইতিমধ্যে এই স্মার্টফোনটি ২৯ অগস্ট চিনে লঞ্চ করা হবে। তবে ভারতীয় বাজারে খুব তারাতারি আসবে বলে জানাগিয়েছে। আর ভারতে মিলতে পারে এই স্মার্টফোনটি 10 হাজারের কমে।
Note 8-এ 48MP ক্যামেরা আনছে Redmi, দাম 10 হাজারের মধ্যে
মঙ্গলবার,২৭/০৮/২০১৯
1287