ঝাড়গ্রাম : এখন সামনে কোনও নির্বাচন না থাকা সত্ত্বেও দল ও দলনেত্রীর নির্দেশে মানুষের কাছে জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন। আর তাতেই বিজেপি আতঙ্কিত এমনটাই দাবি করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারি। তিনি বলেন,‘কারণ তারা কেবলমাত্র নেগেটিভ প্রচার করে কিছু ভোট সংগ্রহ করেছেন। তারা নেগেটিভ প্রচার করতে ভালবাসেন। ঝাড়গ্রামের সাংসদও গত দু’মাসের মধ্যে কেন্দ্রীয় বাজেট বা রেল বাজেট যা কেন্দ্রীয় বাজেটের অন্তর্ভুক্ত এখানে কেন্দ্রের এমইস এর মতো কোনও হাসপাতাল, খড়্গপুর আইআইটির মতো কোনও কাগিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কেন্দ্রীয় বিদ্যালয়ের মতো কোনও শিক্ষা প্রতিষ্ঠান অথবা নতুন রেল লাইন আনতে পারেননি।’
দলনেত্রীর নির্দেশে তৃণমূলের জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছে যাওয়ায় আতঙ্কিত বিজেপি : শুভেন্দু
রবিবার,২৫/০৮/২০১৯
900