ভবঘুরে


রবিবার,২৫/০৮/২০১৯
3852

ভবঘুরে
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

মৃদু হাসি মুখে
হৃদয়ে বহু যন্ত্রনা লয়ে
অসহায় , ক্ষুধার্থ
ঘুরি পথে পথে।
মেন্টাল ভেবে তাড়িয়ে দেয় অনেকে ।
অভাবী ,চিকিৎসা হীন
তবুও সৎ, বৃহৎ হৃদয় বিদ্যমান।
সুপ্ত বহু গুন লুকায়িত অন্তরে।
কখনো গেঁয়ে উঠি গান
কোকিলের মত করে।
ভেবে প্রস্ফুটিত হবো পঙ্ক হতে,
পদ্মের মত করে।
আশায় ঘুরি পথে পথে
ভেবে ভেবে
ভালো মানুষ আছে এই
পৃথিবীতে।

*** মোহাঃ বেলালউদ্দিন মন্ডল

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট