অরুণ জেটলির দেহ নিয়ে নিগমবোধ ঘাটে শেষকৃত্য


রবিবার,২৫/০৮/২০১৯
708

অরুণ জেটলির দেহ নিয়ে নিগমবোধ ঘাটে শেষকৃত্য। আজ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য শুরু হয়েছে। শনিবার বিকেলে এইমস থেকে জেটলির দেহ তাঁর কৈলাশ কলোনির বাসভবনে নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ১০টা পর্যন্ত তাঁর দেহ বাসভবনে থাকবে বলে জানা গিয়েছিল। সেইমতো দিল্লির বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টা নাগাত নিয়ে যাওয়া হয়।

আর সেখানে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন সাধারণ মানুষ ও বিজেপি নেতারা। সেখান থেকে দুপুর একটা নাগাদ সবদেহ নিয়ে বিজেপি কর্মী, নেতারা রওনা হন নিগমবোধ ঘাটের দিকে। ঠিক দুপুর দু’টোয় নিগমবোধ ঘাটে এসে পৌঁছয় প্রয়াত বিজেপি নেতার দেহ। আর সেখানেই বিকেল ৪টে নাগাদ প্রয়াত অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মধ্য দিয়ে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট