কর্মীদের উপর নয়া নীতি চালু করলো গুগল। এবার থেকে কর্মীরা কর্মরত অবস্থায় রাজনৈতিক ব্যপার নিয়ে কথাবার্তা বলতে পারবেন না বলে জানিয়েছেন গুগল। আর এ বিষয়ে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিল গুগল কর্তৃপক্ষ। গুগল নীতি প্রকাশ করে বলেছেন যে, যাঁকে যে কাজের জন্য নিয়োগ করা হয়েছে, তাঁর সেই কাজ করাই হচ্ছে প্রাথমিক দায়িত্ব। কাজের সময় কাজ বর্হিভূত আলাপ নিয়ে সময় নষ্ট করা যাবে না। এখন বিশেষ করে কাজের সময় রাজনৈতিক আলাপ বাদ দিতে হবে।
এছাড়া বলা হয়েছে কর্মক্ষেত্রে কারও নাম নিয়ে বিদ্রূপ বা ট্রল করা হলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন গুগল। গুগলের এমন নীতি চালু করার পিছনে অন্যতম কারণ হলো গুগলের এক প্রাক্তন আধিকারিক রক্ষণশীল দল নিয়ে সরব হওয়ায় তাঁকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আর তিনি অভিযোগ করেন যে গুগল কর্মীদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়ে থাকে। ফলে এই অভিযোগের ভিত্তিতে এমনি পদক্ষেপ নিল গুগল।