সবুজের আহ্বান আনুলিয়া চৌরঙ্গীর


রবিবার,২৫/০৮/২০১৯
1080

বিদিতা ঘোষ, রানাঘাট: সবুজ ধ্বংস হচ্ছে। মাথা তুলে দাঁড়াচ্ছে ইট-কাঠ- পাথরের জঙ্গল। বাড়ছে উষ্ণায়ন। অর্থলোভী একদল মানুষ শুধু নিজেদের নিয়েই ভাবছে। আর তার খেসারত দিতে হচ্ছে এই বিশ্বকে। নতুন প্রজন্মের জন্য ভাবনার আজ বড়ই অভাব। সেই ভাবনাকে জাগ্রত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল আনুলিয়া চৌরঙ্গী। রানাঘাটের আনুলিয়া মানিকতলায় রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আর এই শিবিরে যাঁরা অংশগ্রহণ করেন তাদের হাতে তুলে দেওয়া হয় চারাগাছ। অনুষ্ঠানে যাঁরা বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাদেরকেও চারাগাছ দেওয়া হয়। উদ্দেশ্য সবুজের সমারোহ।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা গণআন্দোলনের নেত্রী নিহারিকা মুখোপাধ্যায়, চলচ্চিত্র ও টেলিভিশন খ্যাত সঙ্গীতশিল্পী ললিতা সিনহা, বিশিষ্ট সাংবাদিক বিকাশ ঘোষ, রানাঘাট মহকুমা উপ সংশোধনাগারের ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল বর্মন, সাংবাদিক সৌমিত্র শিকদার, শফিকুল ইসলাম, সমীর দাস, উত্তম চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দুটি বিভাগে 40 জন খুদে পড়ুয়া অংশগ্রহণ করে। দুটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে পুরস্কৃত করা হয়। সফল প্রতিযোগীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছিলেন সমাজকর্মী নিহারিকা মুখোপাধ্যায়। সাংবাদিক কমল দত্তের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

https://youtu.be/LFJNczLBFts

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট