রাজনীতিবিদ এর প্রয়াণে শোকপ্রকাশ মোদী-শাহ-মমতার


রবিবার,২৫/০৮/২০১৯
482

ভারতের রাজনৈতিক মহলে বড় মাপের রাজনীতিবিদ এর প্রয়াণে শোকপ্রকাশ মোদী-শাহ-মমতার। ভারতের রাজনিতিতে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুর পর ফের দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি দীর্ঘ রোগভোগের পর শনিবার চিরবিদায় নিলেন। আর তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশের রাজনৈতিক যগৎতে। দল-রং নির্বিশেষে সকলেই শোকপ্রকাশ করেছেন। শোকবার্তা পাঠিয়ে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন “অরুণ জেটলিজির প্রয়াণে শোকস্তব্ধ। দীর্ঘ লড়াই চালিয়েছেন তিনি। দুর্দান্ত একজন সাংসদ এবং অসাধারণ আইনজীবী ছিলেন। ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর স্ত্রী, সন্তান, বন্ধুবান্ধব এবং পরিজনদের আমার সহানুভূতি।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন জেটলির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আর এটা আমাদের যেন ব্যক্তিগত ক্ষতি হয়ে গেল। দলের একজন সিনিয়র নেতাই শুধু নয়, পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে হারালাম। যিনি সবসময় আমাকে আগলে রাখতেন।” আরব আমিরশাহীতে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণ জেটলির প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন টুইটে সমাজের প্রত্যেক স্তরের মানুষের থেকে সম্মান পেয়েছেন তিনি। ভারতের ইতিহাস, ভারতীয় সংবিধান, সরকার, প্রশাসন নিয়ে গভীর জ্ঞান ছিল। বড় মাপের রাজনীতিবিদ ছিলেন তিনি। নেতা হিসেবে দেশের প্রতি তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তাঁর স্ত্রী সঙ্গীতাজি এবং ছেলে রোহনের সঙ্গে কথা বলেছি। সহানুভূতি জানিয়েছি। ওম শান্তি।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট