অরুণ জেটলির পরলোকগমনে রাজনৈতিক মহলে শোকের ছায়া


রবিবার,২৫/০৮/২০১৯
409

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পরলোকগমনে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দীর্ঘদিন দিল্লির হাসপাতালে ভর্তি থাকালেও অবশেষে শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অরুণ জেটলির মৃত্যুকাল পর্যন্ত বয়স ৬৮ বছর। আর অরুণ জেটলির জীবনাবসানের খবর জানানো হয়েছে AIIMS-এর তরফ থেকে। জানা গিয়েছে যে, বিগত কয়েক বছর ধরেই অসুস্থ অরুণ জেটলি। এমনিতেই তিনি ডায়াবিটিসের রোগী ছিলেন।

আর তাঁর কিডনি প্রতিস্থাপনও হয় অর্থমন্ত্রী থাকাকালীন। সেই কারনে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে ছিলেন না তিনি। আর এই অসুস্থতার জন্য মে মাসেও এক বার এমসে ভর্তি হন তিনি। ফলে তখন থেকেই রাজনীতিতে ততটা সক্রিয় ভাবে আর দেখা যায়নি তাঁকে। তবে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেও, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ছিলেন অরুণ জেটলি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট