জন্মঅষ্টমীর ভিরে কচুয়ায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮


শুক্রবার,২৩/০৮/২০১৯
1281

উত্তর ২৪ পরগনা: জন্মঅষ্টমীর ভিরে কচুয়ায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮। জন্মাষ্টমীর সময় ভক্তরা কচুয়ার লোকনাথ ধাম মন্দিরে জল ঢালতে যান। আর এবারও ভিড়ের প্রকোপটাও অনেক বেশি। আর সেই ভিরের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন ২৭ জন। বৃহস্পতিবার রাত থেকেই লাইন পড়ে মন্দিরে জল ঢালার জন্য। এই বর্যার সময় ভিজে থাকা মন্দিরের পাশের দেওয়াল ভিড়ের চাপে ভেঙে পড়ে পাশের কয়েকটি দোকানের উপর। দেওয়ালে নীচে চাপা পড়ে জল ঢেলতে আসা বহু লোক।

আর আহতদের উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক বলে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁদের। ভক্তদের অভিযোগ যে, প্রতিবার ভিড় সামলাতে লকগেটের ব্যবস্থা থাকলেও এ বার তা নেই। ফলে বহু মানুষের আনাগোনায় পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট