বিদিতা ঘোষ: জন্মাষ্টমীর পুণ্যলগ্নে এবছরের পুজোর ভাবনা প্রকাশ্যে আনলো ত্রিধারা অকালবোধন। সেই সঙ্গে প্রকাশ করা হলো পুজোর থিম সং-ও। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার ভাবনায় এবার ফুটে উঠতে চলেছে ত্রিধারা অকালবোধনের মন্ডপ সজ্জা। ভাবনার বিষয় দৃষ্টিকোণ। এদিন ত্রিধারার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে এ বছরের ভাবনা নিয়ে আলোকপাত করেন শিল্পী।
থিম সং এর মধ্যে রয়েছে মানুষে মানুষে মেলবন্ধনের বার্তা। প্রখ্যাত শিল্পী অনুপম রায়ের দৃপ্ত কন্ঠে ফুটে উঠেছে সেই আহ্বান।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের সঙ্গে সাহিত্যও যেন মেলবন্ধন ঘটিয়েছে। শুধু পুজোর আয়োজনেই থেমে থাকা নয়, গত কয়েক বছর ধরে পুজোসংখ্যা ও প্রকাশ করছে ত্রিধারা। বিখ্যাত লেখকদের লেখায় সমৃদ্ধ সেই পুজোসংখ্যা “ত্রিধারা”র আত্মপ্রকাশ হল এদিন।
এবছর ত্রিধারার পক্ষ থেকে আজীবন সাহিত্য স্বীকৃতি সম্মান তুলে দেওয়া হল বিখ্যাত লেখিকা নবনীতা দেব সেনকে। অসুস্থতার কারণে লেখিকা আসতে না পারায় তাঁর কন্যার হাতে এই সম্মান তুলে দেন আর এক প্রখ্যাত লেখক বুদ্ধদেব গুহ। এদিনের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছিলেন সেলিনা আহসান। উপস্থিত ছিলেন বাংলার সাহিত্য ও সংস্কৃতি জগতের দিকপালরাও।