এবার রাজ্যের নয়া পদক্ষেপ, দুর্নীতি রুখতে মিড-ডে মিলের সপ্তাহিক মেনু বেঁধে দিল রাজ্য


শুক্রবার,২৩/০৮/২০১৯
1756

এবার রাজ্যের নয়া পদক্ষেপ, দুর্নীতি রুখতে মিড-ডে মিলের সপ্তাহিক মেনু বেঁধে দিল রাজ্য। এ বিষয়ে নবান্ন থেকে রাজ্য সরকার বিশেষ নির্দেশিকা দিয়েছে। তাতে বলা হয়েছে যে সপ্তাহে ছ’দিনের মেনুতে যা থাকবে সেই অনুযায়ী পড়ুয়াদের মিড-ডে মিল দিতে হবে রাজ্যের সব সরকারি ও সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে। মিড ডে মিলে দিনের পর দিন ছাত্রীদের দেওয়া হচ্ছে ফ্যানা ভাত, নুন ভাত। এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার উত্তাল হয়ে ওঠে চুঁচুড়ার বালিকা বাণীমন্দির স্কুল। আর এদিন অর্থ্যাৎ সোমবার চুঁচুড়ার এই বালিকা বাণীমন্দির স্কুল পৌঁছেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আর মিড ডে মিলের নামে ফ্যানা ভাত, নুন ভাত চলছে বলে রেগে যানতিনি। তার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবিষয়ে সাফ বলেছেন, মিড ডে মিল নিয়ে কোনও আপোষ করা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নবান্নের তরফে যে মেনু বেঁধে দেওয়া তা হল সপ্তাহে দু’দিন পড়ুয়াদের মাছ অথবা ডিম দিতে হবে বাকি দিনগুলিতে নিরামিষ খাবার দিতে হবে। তাতে থাকবে ডাল, সয়াবিনের তরকারি, আলু-পোস্ত এবং চাটনি। আর এই তালিকা জেলা শাসকদের কাছে এদিন পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট