টিএমসিপি ও এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত বেলদা কলেজ।আহত দুইপক্ষের বেশ কয়েকজন


শুক্রবার,২৩/০৮/২০১৯
882

পশ্চিম মেদিনীপুর :- পতাকা লাগানোকে কেন্দ্র করে এবিভিপি ও টিএমসিপি খন্ডযুদ্ধ।উভয়ের হাতাহাতিতে আহত দুইপক্ষের বেশ কয়েকজন।ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজের।এবিভিপি এর অভিযোগ-বেলদা কলেজে পতাকা বাঁধতে এলে গোপনে তাদের ছবি মোবাইল বন্দি করে টিএমসিপির ছেলেরা।পরে প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা।যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের।তাদের পাল্টা দাবি এবিভিপির ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদের ভিতরে এসে ভাঙচুর ও চালায়।যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি উভয়ের পক্ষ থেকে।ঘটনার পর বেলদা কলেজে আসে বিশাল পুলিশ বাহিনী।তবে চড়া উত্তেজনা এলাকায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট