পাঁচিল টপকে ঢুকে চিদম্বরমকে পাকড়া করলো সিবিআই। আইএনএক্স মিডিয়াকাণ্ডে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম দীর্ঘ ২৭ ঘণ্টা বেপাত্তার পর বুধবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠকে নিজের দোষ অস্বীকার করেন। আর তার কিছু সময় পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জোড়াবাগের বাসভবনের পাঁচিল টপকে বাড়িতে ঢুকে গ্রেপ্তার করল চিদম্বরমকে। রাত তখন ৯টা ৪৭ চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই। ১০টা ০১-এ চিদম্বরমকে আনা হল সিবিআই দফতরে। সিবিআই তরফ থেকে জানানো হয়েছে, সারা রাত ধরে জেরা করা হয় চিদম্বরমকে।
সিবিআই আদালতে তোলা হবে তাঁকে। এবং আদালতে ১৪ দিন হেফাজতে রাখার আর্জি জানানো হতে পারে। সেই সাথে সাথে চিদম্বরম আজও একটি সাংবাদিক বৈঠকে দাবি করেন, আমার নামে কোনও অভিযোগ নেই। এমনকি সিবিআই আমার নামে কোনও চার্জশিট জমা দেননি আদালতে। তা সত্ত্বেও চিদম্বরমকে গ্রেফতার করা হল, প্রশ্ন তুললেন কংগ্রেস নেতৃবৃন্দ।