এবার কাশ্মীর নয় অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে পুলিশ-মাওবাদী মধ্যে চললও প্রবল গুলির লড়াই। সুত্রের খবরে জানা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশের পুলিশের কাছে খবর আসে যে মাওবাদীদের উপস্থিতি হয়েছে বিশাখাপত্তনমের গান্দেপল্লিতে। আর এই পুলিশের বিশেষ দল মাওবাদীদের জিকে ভেদি মণ্ডল নামে একটি ঘাঁটিতে অভিযান চালায়। কিন্তু মাওবাদীরা জানতেপারাই পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তবে যোগ্য জবাব দেয় অন্ধ্রপ্রদেশের পুলিশ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ভাইজ্যাগে পুলিশ-মাওবাদী মধ্যে চললও প্রবল গুলির লড়াই
বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
723