ঝাড়গ্রাম : বুধবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিড়ার সাহা বস্ত্রালয় কাপড় দোকানে বিধ্বংসী আগুন লেগে যায়। ঝাড়গ্রাম থেকে দমকলের ২টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। দাহ্য বস্ত্রে ঠাসা তিনটি তলাতেই আগুনের ভয়াবহতা এতটা ছিল যে, দমকল কর্মীরা খুব একটা সুবিধা করতে পরেননি। কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্তটাই। এলাকায় বিচ্ছিন্ন করা হল বিদুৎ পরিষেবা। এলাকা ঘিঞ্জি হওয়ায় যে কোন মুহূর্তে বড় বিপদ হতে পারে তাই বিদ্যুৎ পরিষেবা আপাতত বন্ধ করা হয়েছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ৫০ লক্ষ ছাড়িয়ে যাবে।
চিচিড়ায় কাপড় দোকানে বিধ্বংসী আগুন
বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
648