ঝুমুর গানের জন্য ‘বিসমিল্লা খান যুব পুরস্কার’ পেলেন ঝাড়গ্রামের মেয়ে মধুশ্রী হাতিয়াল


বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
764

ঝাড়গ্রাম : ঝুমুর গায়িকা ও গবেষণা করার জন্য সঙ্গীত নাটক একাডেমির ‘বিসমিল্লা খান যুব পুরস্কার’ পেলেন ঝাড়গ্রামের মেয়ে মধুশ্রী হাতিয়াল। গত সোমবার ১৯ অগাস্ট মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে জহরলাল নেহেরু অডিটোরিয়ামে এই সম্মান প্রদান করেন মনিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা। উপস্থিত ছিলেন একাডেমির সচিব রীতাস্বামী চৌধুরী, চেয়ারম্যান শেখর সেন। পুরস্কার পেয়ে খুশি ঝুমুর দেশের মেয়ে মধুশ্রী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট