নবান্ন অভিযানের সমর্থনে বামপন্থী যুব সংগঠনের মিছিল


বৃহস্পতিবার,২২/০৮/২০১৯
725

পশ্চিম মেদিনীপুর:-শিল্প কারখানা গড়ে তোলা ও বেকারদের কাজ সহ একাধিক দাবিতে আগামী 12 -13 সেপ্টেম্বর সিঙ্গুর থেকে নবান্ন  অভিযানের ডাক দিয়েছে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন l আজ বুধবার সেই কর্মসূচির সমর্থনে ডি ওয়াই এফ আই এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে চন্দ্রকোনা বাজারে এবং দাসপুরের সুলতান নগরে দুটি মিছিল বের হয় l বন্ধ হয়ে যাওয়া কারখানা খোলার পাশাপাশি নতুন শিল্প কারখানা গড়ে তোলা, বেকারদের ভাতা ও কর্মসংস্থান এবং ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খরচ কমানোর দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয় মিছিল থেকে l

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট