রবিবার ফুসফুস সঠিক ভাবে কাজ না করার ফলে বর্তমানে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে রাখা হয়েছে মেমব্রেন অক্সিজেনেশন (ECMO) বিভাগে


বুধবার,২১/০৮/২০১৯
733

রবিবার ফুসফুস সঠিক ভাবে কাজ না করার ফলে বর্তমানে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে একস্ট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO) বিভাগে রাখা হয়েছে বলে জানিয়েছে এইমস। তাকে দেখতে রাতে এইমস-এ পৌঁছান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পৌঁছান কিছুক্ষন পরেই। বিকেলেই প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। গত ৯ অগস্ট নিঃশ্বাসের সমস্যা দেখা দেওয়ায় অরুণ জেটলিকে দিল্লির এইমস-এ ভরতি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে জেটলির ফুসফুসের কঠিন সমস্যা দেখা দেয়, তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছিল। এদিন সমস্যাতি তীব্র হলে তাঁকে ECMO বিভাগে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসক দল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট