নিজস্ব প্রতিবেদন; এমএসকে প্রসাদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচক মণ্ডলী বেছে নেবে রবি শাস্ত্রীর সহকারীদের। সোমবার এই প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার ঘোষণা করা হবে তাঁদের নাম। হেড কোচ পদে রবি শাস্ত্রীকেই পুনঃনির্বাচিত করেছে তিন সদস্যের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। এবার পালা সাপোর্ট স্টাফ নির্বাচনের। টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ বেছে নেবেন জাতীয় নির্বাচকরা। যে কমিটির শীর্ষে আছেন চেয়ারম্যান এমএসকে প্রসাদ। বৃহস্পতিবার এই প্রক্রিয়া শেষ হলে জানা যাবে রবি শাস্ত্রীর ডেপুটি কে কে হবেন।
টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ বেছে নেবেন জাতীয় নির্বাচকরা।
মঙ্গলবার,২০/০৮/২০১৯
970
বাংলা এক্সপ্রেস---