এবার গোপন থাকবে WhatsApp-এর তথ্য, তার জন্য সংস্থার তরফ থেকে আনা হচ্ছে ফিংগারপ্রিন্ট লক। আর এই ফিচার্স সাত মাস আগে থেকেই iPhone ইউজাররা ভোগ করে আসছে। তবে আর দেরি নয় এবার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য থাকছে WhatsApp-এ ফিংগারপ্রিন্ট লক। তবে বর্তমানে যে সব গ্রহকরা WhatsApp-এর বেটা ভার্সন ব্যবহার করছে তাঁরাই এই ফিচার্স বাস্তবে পাবেন প্রথম। তবে WhatsApp নিরাপত্তায় যোগ করতে গেলে ইউজারকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এবার গোপন থাকবে WhatsApp-এর তথ্য
সোমবার,১৯/০৮/২০১৯
1130