এবার Flipkart সাইড-এ শপিং এর সাথে ফ্রি সিনেমা-ভিডিয়ো, টক্কর Amazon Prime-কে


সোমবার,১৯/০৮/২০১৯
1122

এবার Flipkart সাইড-এ শপিং এর সাথে ফ্রি সিনেমা-ভিডিয়ো, টক্কর Amazon Prime-কে। কয়েক দিন ধরে জল্পনা ছিলই যে Flipkart নিয়ে আসছে ফ্রি ভিডিও। আর সেই জল্পনা বাস্তবায়িত হতে চলেছে এই অগস্টেই। এই ই-কমার্স সংস্থা Flipkart তাঁর ১৬ কোটি গ্রাহকের জন্য এই নয়া পরিষেবা চালু করতে চলেছে। Bloomberg-এর রিপোর্ট অনুযায়ী, জানাগিয়েছে Walt Disney এবং কাপুরের Balaji Telefilms-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে Flipkart। আর Flipkart তরফ থেকে জানানো হয়েছে যে Amazon-এর Prime-এর মতো গ্রাহকদের থেকে কোনও বার্ষিক চার্জ নেবে না Flipkart। এই পরিষেবায় রয়েছে গ্রাহকদের জন্য সিনেমা, সিরিয়াল বা ছোট বিনোদন মূলক ভিডিও এবং ওয়েব সিরিজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট