ফের কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান, গুলির লড়াইয়ে শহিদ নওজওয়ান। কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে চলতে থাকা মতাদর্শের মধ্যে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। পাকিস্তান আন্তর্জাতিক স্তরে বারবার অপদস্থ হচ্ছে তবুও স্বভাব বদলাচ্ছে না। এদিন অর্থ্যাৎ শনিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ রাজৌরি জেলায় পাক ট্রুপ গুলি ও মর্টার ছুঁড়তে থাকে।
ফলে মর্টার হানায় প্রাণ হারালেন এক সেনা জওয়ান। তিনি হলেন ল্যান্সনায়েক সন্দীপ থাপা(৩৫)। বাড়ি উত্তরাখণ্ডের দেরাদুনে। সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, কোনও কারণ ছাড়াই নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মর্টার ও গুলি ছুড়তে শুরু করে পাক সেনাবাহিনী। তাতেই প্রাণ হারান ল্যান্সনায়েক থাপা। তবে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ওই সীমান্তে এখনও গুলির লড়াই চলছে।