দিল্লি গেলেন সব্যসাচী, বাড়ছে দলবদলের সম্ভাবনা


সোমবার,১৯/০৮/২০১৯
1042

দিল্লি গেলেন সব্যসাচী, বাড়ছে দলবদলের সম্ভাবনা। দল বদলের জল্পনা বাড়িয়ে শুক্রবার সকালেই কলকাতা থেকে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের বিদ্রোহী নেতা। সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এখনও দিল্লি থেকে ফেরেন নি। তার মধ্যেই বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত দিল্লি গেলেন। ফলে দলবদলের সম্ভাবনা আরও বাড়তে থাকে। শুক্রবার যে তিনি দিল্লি যাচ্ছেন, সে কথা সব্যসাচী নিজেই জানান। গতকাল বিধাননগরে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন উৎসবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেখানেই তিনি একথা জানান।

আবার বিমানবন্দরে সংবাদমাধ্যমকে জানালেন, ব্যবসার কাজে দিল্লি যাচ্ছেন তিনি। এর মধ্যে কয়েক মাস ধরে চলে আসা জল্পনা যে শোভন এবং বৈশাখী যে বিজেপিতে যোগ দিতে পারেন। আর সে জল্পনাই বুধবার সত্য প্রমাণিত হল। একই ভাবে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচীর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা বেশ কিছু দিন ধরেই ছিল। আর এই সব্যসাচী শোভনের বিজেপিতে যোগদানের কয়েক দিনের মধ্যেই দিল্লির উদ্দেশে রওনা, তা হলে ফের জল্পনা বাড়াটা স্বাভাবিক ওঠে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট