এবার OnePlus স্মার্টফোনের পর স্মার্ট টিভি আনছে বাজারে। আর সামনে মাসেই স্মার্ট টিভি লঞ্চ করবে OnePlus। সেই সাথে সাথে OnePlus-এর পরিকল্পনা ভারতের এই বিশাল বাজারে নিজেদেরকে সব থেকে বেশি প্রতিস্ঠিত যগৎতে আনা। তাই OnePlus দুর্দান্ত ফিচার্সের স্মার্টফোনের পর এবার স্মার্টটিভি আনতে চলেছে। যা গত বছর সেপ্টেম্বরে স্মার্ট টিভির ব্যপারে প্রথম ঘোষণা করেছিল সংস্থা। সেই পরিকল্পনা মতো OnePlus আগামী সেপ্টেম্বরেই ভারতীয় বাজারে লঞ্চ করবে স্মার্ট TV।MySmartPrice-এর রিপোর্ট থেকে জনাগিয়েছে যে, 26 সেপ্টেম্বর OnePlus বাজারে স্মার্ট টিভি আসছে। তবে OnePlus-এর তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এবার OnePlus স্মার্টফোনের পর স্মার্ট টিভি আনছে বাজারে
বৃহস্পতিবার,১৫/০৮/২০১৯
1414