প্রতিবছরের মতো এবারও রেড রোডে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ৷ জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেই সময় বেজে ওঠে জাতীয় সংগীতের সুর। উপস্থিত সকলেই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান।এই কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভিন্ন জেলার ট্যাবলো অংশগ্রহন করেছিল। ছিল পুলিশের বিভিন্ন বিভাগের ট্যাবলো। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ট্যাবলো অংশগ্রহণ করে। ছিল সচেতনতার বার্তা।
জল অপচয় বন্ধ করার আহ্বান নিয়ে জল সঞ্চয় এর অঙ্গীকার করা হয় এই অনুষ্ঠানে। ছিল বিদ্যুৎ অপচয় বন্ধ করার স্লোগানও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিবাদন গ্রহণ করেন। এদিন পুলিশ অফিসারদের সম্মান জ্ঞাপন করা হয়।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঐতিহাসিক রেড রোডের বুকে পায়ে হেঁটে অভিবাদন মঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নেড়ে 24 টি স্কুলের ছাত্র ছাত্রীরা অভিবাদন জানান মুখ্যমন্ত্রীকে।