আজ ৭৩তম স্বাধীনতা দিবস


বৃহস্পতিবার,১৫/০৮/২০১৯
1940

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদন; আজ ৭৩তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশদের শাসনকর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। আজ রাজ্য রাজধানীগুলিতেও পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নানা বেসরকারি সংস্থাও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া স্কুল-কলেজেও পতাকা উত্তোলন ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়।

বৃটিশ বিরোধী আন্দোলনের এক সক্রিয় যোদ্ধা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবী সূর্য সেনের অন্যতম সহকারী ছিলেন তিনি। বিপ্লবী সূর্য সেনকে সকলে চট্টগ্রামের মাস্টারদা হিসেবে চেনেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহন করেছিলেন বহু উজ্জ্বল ব্যাক্তিত্ব। মৃত্যুকে পরোয়া না করে যাঁরা নিজের লক্ষ্য অটুট ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বীণা দাস। তাদের সংগ্রামের কাহিনী আজও আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই। আজ ১৫ই আগস্ট। ভারতের ইতিহাসে এই ১৫ অগস্ট দিনটির গুরুত্ব অপরিসীম।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট