টোটো চালকদের অবস্থান বিক্ষোভ


বুধবার,১৪/০৮/২০১৯
779

প্রায় তিন চারবছর ধরে একটানা চলার পর এক সপ্তাহ আগে দুর্গাপুরের টোটোচালকদের টোটো চালানো হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয় ৫০ টি টোটো। কোনোরকম কোনো নোটিশ না দিয়ে এবং কোনোরকম কোনো বৈধ কারণ ছাড়াই এই অমানবিক প্রশাসনিক পদক্ষেপে অথৈ জলে পড়েন লোন নিয়ে, বাড়ির সোনা বিক্রি করে টোটো কিনে এবং সেই টোটো চালিয়ে সংসার চালানো প্রায় ২০০০ টোটোচালক।

তাই তারা সবাই একত্রিত হয়ে এসডিও অফিসের সামনে অবস্থান শুরু করে আটক ৫০ টি টোটো ছাড়ানো, রাস্তায় টোটো চললে টোটো চালকদের অ্যারেস্ট না করা আর টোটোচালনাকে বৈধ করার দাবিতে।

আন্দোলনের তীব্রতায় প্রশাসন কোর্টে পাঠানো টোটো ছাড়ানোর ব্যবস্থা করতে রাজি হয়, রাস্তায় টোটো চালালে টোটো চালকদের আপাতত অ্যারেস্ট না করার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু টোটো চালনাকে বৈধ করার আইনগত ক্ষমতা এসডিও সাহেবের হাতে না থাকায় উনি এই দাবি নিয়ে আরো উপর মহলে যাওয়ার পরামর্শ দেন।

আন্দোলনকে এই জায়গায় নিয়ে আসার জন্য শ্রী সুদীপ চক্রবর্তী, শ্রী লক্ষন গোস্বামী সহ আরো অনেক বিশিষ্টজনের এবং সর্বোপরি টোটোচালক ভাই, বোন এবং তাদের পরিবারের অবদান অনস্বীকার্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট