ফের আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বঙ্গোপসাগরীয় নিম্নচাপের ফলে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরী নিম্নচাপের প্রকোপে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, এই মূহুর্তে মৌসুমি বায়ুর অক্ষীয় অবস্থান বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম উপকূলভাগ থেকে বিহারের ভাগলপুর, কলকাতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই মৌসুমি বায়ু (monsoon wind) ক্রময়্য সক্রিয় হচ্ছে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে উপকূলবর্তী দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই দুয়ের প্রভাবে উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ সারাদিন মাঝারি বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্যতা।
বঙ্গোপসাগরীয় নিম্নচাপের ফলে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে
মঙ্গলবার,১৩/০৮/২০১৯
1191