ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা পুলিশ ও শঙ্কর নেত্রালয়ের যৌথ উদ্যোগে লালগড় থানার পরিচালনায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। কাঁটাপাহাড়িতে গত দু’দিন ধরে চলা এই ক্যাম্পে মোট ৪৫০ জনের চক্ষু পরীক্ষা হয়েছে। তাঁদের মধ্যে ১৯২ জনের চশমা লাগবে। তার মধ্যে ইতিমধ্যে ৭৫ জনকে চশমা দেওয়া হয়েছে। চোখের ছানি অপারেশনের জন্য ১৬৩ জন চিহ্নিত করণ করা হয়েছে। তাঁদের সকলকে আস্তে আস্তে শঙ্কর নেত্রালয়ে নিয়ে গিয়ে চোখের ছানি অপারেশন করাবেন পুলিশ। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার কুয়ার ভূষণ সিং, ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, লালগড় থানার আইসি অরিন্দম ভট্টাচার্য, সমাজসেবী শ্যামল মাহাত প্রমুখ।
লালগড়ে ৪৫০ জন বয়স্ক মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ
সোমবার,১২/০৮/২০১৯
1061